রেডিও লগ (জুলাই ১-৭)

রেডিও শোনা এবং লগ লিখে রাখার চেষ্টা করছি আবার। তারপরও মাঝে মধ্যে ভুল হয়ে যায়। শুনি হয়তো, কিন্তু লিখে রাখি না। আবার লিখে রাখার পরে পিসিতে নোট রাখার সময় দেখি তারিখ লিখে রাখি নাই। আবার সময় স্থানীয় সময় নাকি ইউটিসি সময় সেটা নিয়ে নিজেই হয়তো দোটানায় থাকি। যাই হোক এবার গত ১ সপ্তাহের রেডিও লগ দিলাম, জুলাই ১ থেকে ৭ তারিখ পর্যন্ত।

July 1, 2022
11880 kHz 0252 UTC World Christian Broadcasting KNLS SIO 333
11660 kHz 1522 UTC Radio Japan Bengali SIO 444
July 3, 2022
12025 kHz 1540 UTC BBC English SIO 444
15670 kHz 1545 UTC AWR WaveScan SIO 444
July 4, 2022
15670 kHz 0519 UTC CRI Russian SIO 444
July 5, 2022
15750 kHz 0126 UTC Mashaal Radio Pashtu SIO 444
11825 kHz 0325 UTC Radio Romania Int’l SIO 343
July 6, 2022
11700 kHz 1135 UTC VOA Rohingya SIO 444
July 7, 2022
15750 kHz 0536 UTC Mashaal Radio Pashtu SIO 344
15660 kHz 0607 UTC CRI English SIO 444
15565 kHz 0612 UTC VOA English SIO 444
11750 kHz 1345 UTC BBC Bengali SIO 444 

রেডিও রিসিভার : টেকসান পিএল – ৯৯০
এন্টেনা : লং ওয়্যার
লোকেশন : ঢাকা, বাংলাদেশ

ফেসবুক মন্তব্য

রিফাত জামিল ইউসুফজাই

জাতিতে বাঙ্গালী, তবে পূর্ব পূরুষরা নাকি এসেছিলো আফগানিস্তান থেকে - পাঠান ওসমান খানের নেতৃত্বে মোঘলদের বিরুদ্ধে লড়াই করতে। লড়াই এ ওসমান খান নিহত এবং তার বাহিনী পরাজিত ও পর্যূদস্ত হয়ে ছড়িয়ে পড়ে টাঙ্গাইলের ২২ গ্রামে। একসময় কালিহাতি উপজেলার চারাণ গ্রামে থিতু হয় তাদেরই কোন একজন। এখন আমি থাকি বাংলাদেশের রাজধানী ঢাকায়। কোন এককালে শখ ছিলো শর্টওয়েভ রেডিও শোনা। প্রথম বিদেশ ভ্রমণে একমাত্র কাজ ছিলো একটি ডিজিটাল রেডিও কেনা। ১৯৯০ সালে ষ্টকহোমে কেনা সেই ফিলিপস ডি ২৯৩৫ রেডিও এখনও আছে। দিন-রাত রেডিও শুনে রিসেপশন রিপোর্ট পাঠানো আর QSL কার্ড সংগ্রহ করা - নেশার মতো ছিলো সেসময়। আস্তে আস্তে সেই শখ থিতু হয়ে আসে। জায়গা নেয় ছবি তোলা। এখনও শিখছি এবং তুলছি নানা রকম ছবি। কয়েক মাস ধরে শখ হয়েছে ক্র্যাফটিং এর। মূলত গয়না এবং নানা রকম কার্ড তৈরী, সাথে এক-আধটু স্ক্র্যাপবুকিং। সাথে মাঝে মধ্যে ব্লগ লেখা আর জাবর কাটা। এই নিয়েই চলছে জীবন বেশ।