মনে করেছিলাম চারুকলায় বর্ষবরণ এর অনুষ্ঠানে যাব। কিন্তু নিরাপত্তার অজুহাতে যেসব কালাকানুন আরোপ করা হয়েছে, তাতে আর যেতে ইচ্ছা করছে না।
মেট্রোরেল এর শাহবাগ / ঢাকা বিশ্ববিদ্যালয় ষ্টেশন বন্ধ থাকবে। ঢোকা যাবে কেবল নীলক্ষেত আর পলাশী মোর দিয়ে। এতো কষ্ট করে কে যায়।
সবাই’কে বাংলা নববর্ষের শুভেচ্ছা। সকলের মঙ্গল হোক।
ফেসবুক মন্তব্য