মডেল : BCG-34HH4KN
ব্র্যান্ড : সনি
মূল্য : ৳ ২০০০.০০ (৪টি রিচার্জেবল ব্যাটারি সহ)
প্রাপ্তিস্থান : SONY Rangs এর শো রুম
যারা ক্যামেরা ব্যবহার করেন তাদের পেনসিল ব্যাটারী লাগেই। কম দামী পয়েন্ট এন্ড শুট ক্যামেরাতে এখনও এই পেনসিল ব্যাটারি ইউজ হয়, যারা ডিএসএলআর ইউজ করেন তারা এক্সটার্নাল ফ্ল্যাশ এ ব্যবহার করেন। তবে এলকালাইন ব্যাটারি ব্যবহার করা খূবই খরচের, তাই প্রয়োজন রিচার্জেবল ব্যাটারির। আর রিজার্জেবল ব্যাটারি রিচার্জ করার করার জন্য প্রয়োজন চার্জারের। বাজারে অনেক রকমের চার্জার আছে।
সাধারণ চার্জার আমি ব্যবহার করছি বেশ কয়েক বছর ধরে। এবার কিনলাম BCG-34HH4KN এই মডেলটি। ৪টি 2100 mAh Ni-MH AA (পেনসিল) ব্যাটারি সহ এর মূল্য ৳ ২০০০.০০, পাবেন SONY Rangs এর যে কোন শো রুম এ। এই চার্জারটি ১০০ থেকে ২৪০ ভোল্ট এ কর্মক্ষম। এই চার্জার দিয়ে AA এবং AAA সাইজের 2700 mAh ব্যাটারি রিচার্জ করতে পারবেন। চার্জারটি এলকালাইন ব্যাটারি ডিটেক্ট করতে পারে। চার্জ হয়ে গেলে ইন্ডিকেটর লাইট অফ হয়ে যায়। চার্জে দিলে ১৫ ঘন্টা পর চার্জারটি স্বয়ংক্রিয় ভাবে বন্ধ (অফ) হয়ে যাবে।
ভাল দিক : সনি সব সময়ই তাদের প্রোডাক্টের গুণগত মান রক্ষা করে থাকে। প্রতিটি ব্যাটারী ১০০০ বার করে রিচার্জ করা যায়।
খারাপ দিক : চার্জারের পিনগুলো ফোল্ডেবল না। কোন বক্সে বা ড্রয়ারে রাখতে গেলে অতিরিক্ত জায়গা লাগে।
সাবধানতা : বাজারে প্রচুর নকল সনি ব্যাটারি পাওয়া যায়। তাই সনি ব্যাটারি কিনলে সব সময়ই SONY Rangs এর শো রুম থেকে কিনবেন। কখনই এসব চার্জারে এলকালাইন ব্যাটারি চার্জ করতে যাবেন না, বিস্ফোরিত হতে পারে।
ফেসবুক মন্তব্য