১. আজ (২৩শে ফেব্রুয়ারী, ২০২৪) বাসা থেকে হাটতে হাটতে প্রথমে গেলাম হাউজ বিল্ডিং এর মোর, তারপর আবদুল্লাহপুর ছাড়িয়ে টঙ্গী বাজার, অতঃপর বাটা সুপার সেভার শপে। উদ্দেশ্য ছিলো হাটার জন্য একজোড়া স্নিকার্স কেনা। কিন্তু দাম দেখে পুরাই হতাশ। কি আর করা। আবার সেই হাটতে হাটতেই বাসায় ফেরা।
২. টঙ্গী ব্রিজ ভাঙ্গা হয়েছিলো বেশ কিছুদিন আগে। আমার মনে হয়েছিলো এতোদিনে নিশ্চয়ই নতুন ব্রিজ তৈরী হয়ে গেছে। গিয়ে দেখলাম গাড়ী সব অস্থায়ীভাবে তৈরী করা বেইলী ব্রিজ দিয়ে পার হচ্ছে। পূর্ব সাইডে ঘেরা, মানে সেখানে নতুন ব্রিজ তৈরী হচ্ছে।
৩. বিভিন্ন ধরণের উন্নয়ন কাজের জন্য উত্তরার মূল সড়ক, মানে ঢাকা ময়মনসিংহ রোড দিয়ে হাটা অনেক সময়ই কঠিন। সেদিন দোতলা বাসে ফার্মগেট যাওয়ার পথে দেখছিলাম উত্তরা-এয়ারপোর্ট- খিলক্ষেত অংশে অনেক জায়গাতেই ফুটপাত নাই। চলামান গাড়ীর পাশাপাশি হাটতে হয়। আজ উত্তরা-টঙ্গী বাজার পর্যন্ত যেতে যেতে কয়েক জায়গায় একই অভিজ্ঞতা হলো। বিশেষ করে ব্রিজ পার হওয়ার পর। আর আমাদের সম্মানিত মোটর সাইকেল চালকগণ ৬ ইঞ্চি জায়গা ফাঁকা পেলেও মনে হয় সামনের চাকা ঢুকিয়ে দেন।
৪. এই হাটাহাটিতে আজ ১১৫০০ ষ্টেপস হয়েছে দেখলাম।
ফেসবুক মন্তব্য