যাব এক কাজে। বাসা থেকে বের হয়ে রাস্তায় আসতেই রিকশা পেয়ে গেলাম। তাকে জিজ্ঞাসা করলাম
– ১১ নাম্বার সেক্টর যাবেন ?
– কোন রোডে ? সম্মতিসূচক মাথা নেড়ে প্রশ্ন করলেন রিকশাওয়ালা
– মেইন রোডে, মাইলষ্টোন কলেজের পাশেই।
রিকশায় উঠে বসতেই চোখ গেলো রিকশাওয়ালার পিঠের দিকে। সেখানে লেখা
Milestone College
Batch S.S.C. ’13
Science A
পকেট থেকে মোবাইল বের করে ছবি তুলে ফেললাম। মনে মনে ভাবছি, শেষ পর্যন্ত অবশ্য কিছুই জিজ্ঞাসা করলাম না। হতে পারে তিনি টিশার্ট টি ফুটপাতের কোন দোকান থেকে কিনেছেন। অথবা কেউ তাকে এটা দিয়ে দিয়েছে।
আর সত্যি যদি তিনি মাইলষ্টোনের প্রাক্তন ছাত্র হয়ে থাকেন ? জিজ্ঞাসা করাটা ঠিক হবে না মনে হলো। জীবনে বেঁচে থাকার প্রয়োজনে অনেকে অনেক কিছু করতে বাধ্য হয়। এই করোনা কালে চাকরি হারিয়ে অনেকেকেই নানা রকম কায়িক শ্রমে টিকে আছেন বলে শুনতে পাই। ব্যাচেলর / মাষ্টার্স পাস করেও অনেকে রিকশা চালান বলে পত্রিকায় রিপোর্টও দেখেছি। চুপ করে থাকাই ভাল। কি দরকার একজনের কষ্টের কথা জিজ্ঞাসা করে তাকে মানসিক যন্ত্রনা দেয়ার।
মাইলষ্টোন কলেজের কাছে যেতে গিয়ে মাইলষ্টোন কলেজের নাম লেখা টিশার্ট পরা রিকশাওয়ালা পাওয়া হয়তো শুধূই কাকতাল।
ফেসবুক মন্তব্য