ইচ্ছে ছিলো ক্যামেরার জন্য একটা ফিল্ড মনিটর কিনবো। মাঝে খোঁজ খবরও কিছু করেছিলাম। ঢাকায় অবশ্য এই জিনিস খূব একটা পাওয়া যায় না। তারপরও গোটা দুই মডেল পেয়েছিলাম। আজ কিনি, কাল কিনি করতে করতে শেষে কিনলাম রাস্পবেরি পাই এর জন্য একটা ৭ ইঞ্চি মনিটর আর তার কেসিং। হঠাৎ করে একদিন নজরে আসলো ছোট একটি ৩ডি প্রিন্টার। একদম সেট করা, বক্স থেকে বের করেই প্রিন্ট করা যায়। আরো কিছু রিভিউ দেখলাম ইউটিউবে। সবাই ছোট প্রিন্টার হিসাবে যথেষ্ঠই তারিফ করছিলো। প্রিন্ট কোয়ালিটি আহামরি না হলেও প্রথম ৩ডি প্রিন্টার হিসাবে মন্দ না। আর কিছু শিখতে তো হবে। দাম দিয়ে বড় প্রিন্টার কিনলাম, তারপর ঠিকমতো সেট করতে পারলাম না। এতো ঝামেলা করে কে।
টাকা বিকাশে নিয়ে একদিন অর্ডার করে ফেললাম। আলি২বিডি থেকে আগেও অর্ডার করেছি। ঠিকমতোই সব জিনিস এনে দিয়েছে। যা আসে নাই, তার রিফান্ডও পেয়েছি। তাদের একজন রিজিব হোসাইন এর সাথে ফেসবুক মেসেঞ্জারে চ্যাট করে সব ঠিক করলাম। তিনি সম্ভাব্য একটা দাম বললেন। সাথে এটাও বললেন সামান্য কিছু বাড়তে পারে। আমি প্রাথমিকভাবে প্রিন্টারের দাম মানে ১২৫ ডলার এর সমপরিমান টাকা পে করে দিয়েছি। এখানে বলে রাখা ভাল তারা প্রতি ডলার ৯০ টাকা করে হিসাব করে। সাথে বিকাশ বা ব্যাংক চার্জ। এখন অপেক্ষার পালা।
আমি যে মডেলটি পছন্দ করে অর্ডার করেছি সেটি হলো ইজিথ্রিডি ন্যানো (EasyThreed Nano), তাদের এরকম বেশ কয়েকটি মডেল আছে। কোনটি ছোট কোনটি বড়। আবার কোন কোনটি পার্ট বাই বার্ট থাকে, সেট করে নিতে হয়।
আমি প্রথম যে ভিডিও দেখেছিলাম ইউটিউবে
আজ এপর্যন্তই। ভাল থাকুন।
ফেসবুক মন্তব্য