নাম আসমা। বিমানবন্দর রেলওয়ে ষ্টেশনে ফেলে দেয়া প্লাষ্টিকের বোতল সংগ্রহ করে। গতকাল (৪ঠা ফেব্রুয়ারী, ২০২৪) আখেরী মুনাজাতের দিন তার মনটা বেশ ভাল ছিলো। কারণ প্রচুর প্লাষ্টিকের বোতল পাচ্ছিলো। আমি যখন তার ছবি তুলি তখন এক বস্তা পুরো ভরে গেছে, আরেক বস্তাও শেষ হওয়ার পথে। বাকি দিন তো পড়েই আছে।
আমাকে ছবি তুলতে দেখে জিজ্ঞেস করেছিলো মানুষের ছবি তুলি কিনা। আমি হেসে তার ছবি তুলে দেখালাম। সে একটু লাজুক হাসি দিলো।
ফেসবুক মন্তব্য