গতকাল গিয়েছিলাম মুন্সিগঞ্জের ইদ্রাকপুর দূর্গ দেখতে। এর আগে আসলে আমি ভুল জায়গায় মুন্সিগঞ্জ যাওয়ার বাস খূঁজে এসেছিলাম। ইদ্রাকপুর দূর্গে যেতে হলে প্রথমে যেতে হবে মুক্তারপুর। মুক্তারপুরের বাস ছাড়ে বায়তুল মোকাররম / ঢাকা ষ্টেডিয়ামের কাছ থেকে। আমি গিয়েছিলাম বোরাক এসি বাসে। ভাড়া ১২০ টাকা।
বাস কাউন্টারের সুপারভাইজার বলে দিয়েছিলো মুক্তারপুর ব্রিজ পার হয়ে নামতে। সেখান থেকে অটো’তে ইদ্রাকপুর দূর্গে যেতে হবে। নামার সময় ইদ্রাকপুর দূর্গের কথা শুনে বাসের হেলপার / ড্রাইভার কেউ দেখি চিনে না। অটোওয়ালারাও চিনে না। পরে পথচলতি এক অটো থামিয়ে জিজ্ঞেস করতে অটোওয়ালা বলে আপনি মনে হয় কেল্লার কথা বলতেছেন। গুগল সার্চ করে চবি দেখাতেই সে বলে এটাই কেল্লা।
বেশ কিছুক্ষণ ইদ্রাকপুর কেল্লা / দূর্গে কাটিয়ে ঢাকার পথে আবার অটো নিলাম। মুক্তারপুর নেমে ব্রিজ দিয়ে হাটা দিলাম। ছবি তুলতে তুলতে অপর পারে পৌছে নন-এসি বাসে উঠলাম। এবার ভাড়া নিল ১০০ টাকা। এসি বাসে যেতে সময় লেগেছিলো এক ঘন্টার কিছু বেশী। রাস্তা মোটামুটি ফাঁকাই ছিলো। কিন্তু ফেরার পথে জ্যামের কারণে পাক্কা ২ ঘন্টা লাগলো গুলিস্তান পৌছাতে।
ফেসবুক মন্তব্য