কিছুদিন ধরে ডিজেআই একশন ক্যামের রিভিউ দেখছি। একশন ৫ প্রো এ দেখলাম ব্যাটারী লাইফ অনেক বাড়িয়েছে। ডিজেআই দাবী করছে এক চার্জে ৪ ঘন্টা যাবে, যদিও ব্যবহারকারীরা বলছেন ২০০ মিনিটের মতো যায়। মানে ৩+ ঘন্টা। সেটাই বা কম কিসে। তবে আমার সবচেয়ে ভাল লেগেছে হরাইজন ব্যালেন্স, ক্যামেরা বামে ডানে নড়লেও হরাইজন সবসময় সোজা দেখাবে। ক্যামেরার হটস্যু’তে বসিয়ে একই সাথে ছবি তোলা এবং ভিডিও করা গেলে দারুণ হতো। POV (Point Of View) অথবা BTS (Behind The Scene) টাইপের ভিডিও সহজেই তৈরী করা যেতো।
কিন্তু এই চমৎকার একশন ক্যামেরাটির দাম অনেক বেশী। DJI Action 5 Pro Adventure Combo এর দাম ৫০ হাজার টাকা মাত্র আর Standard Edition এর দাম ৪০ হাজার টাকা মাত্র। DJI Action 4 এর দাম যথাক্রমে ৪০ হাজার আর ৩০ হাজার টাকা মাত্র।
আমার ৫৫০০ টাকা দামের Xiaomi Y2K একশন ক্যামেরাই ভাল।
ফেসবুক মন্তব্য