একশন ক্যাম

কিছুদিন ধরে ডিজেআই একশন ক্যামের রিভিউ দেখছি। একশন ৫ প্রো এ দেখলাম ব্যাটারী লাইফ অনেক বাড়িয়েছে। ডিজেআই দাবী করছে এক চার্জে ৪ ঘন্টা যাবে, যদিও ব্যবহারকারীরা বলছেন ২০০ মিনিটের মতো যায়। মানে ৩+ ঘন্টা। সেটাই বা কম কিসে। তবে আমার সবচেয়ে ভাল লেগেছে হরাইজন ব্যালেন্স, ক্যামেরা বামে ডানে নড়লেও হরাইজন সবসময় সোজা দেখাবে। ক্যামেরার হটস্যু’তে বসিয়ে একই সাথে ছবি তোলা এবং ভিডিও করা গেলে দারুণ হতো। POV (Point Of View) অথবা BTS (Behind The Scene) টাইপের ভিডিও সহজেই তৈরী করা যেতো।
 
কিন্তু এই চমৎকার একশন ক্যামেরাটির দাম অনেক বেশী। DJI Action 5 Pro Adventure Combo এর দাম ৫০ হাজার টাকা মাত্র আর Standard Edition এর দাম ৪০ হাজার টাকা মাত্র। DJI Action 4 এর দাম যথাক্রমে ৪০ হাজার আর ৩০ হাজার টাকা মাত্র।
Xiaomi Y2K
Xiaomi Y2K
 
আমার ৫৫০০ টাকা দামের Xiaomi Y2K একশন ক্যামেরাই ভাল।

ফেসবুক মন্তব্য

রিফাত জামিল ইউসুফজাই

জাতিতে বাঙ্গালী, তবে পূর্ব পূরুষরা নাকি এসেছিলো আফগানিস্তান থেকে - পাঠান ওসমান খানের নেতৃত্বে মোঘলদের বিরুদ্ধে লড়াই করতে। লড়াই এ ওসমান খান নিহত এবং তার বাহিনী পরাজিত ও পর্যূদস্ত হয়ে ছড়িয়ে পড়ে টাঙ্গাইলের ২২ গ্রামে। একসময় কালিহাতি উপজেলার চারাণ গ্রামে থিতু হয় তাদেরই কোন একজন। এখন আমি থাকি বাংলাদেশের রাজধানী ঢাকায়। কোন এককালে শখ ছিলো শর্টওয়েভ রেডিও শোনা। প্রথম বিদেশ ভ্রমণে একমাত্র কাজ ছিলো একটি ডিজিটাল রেডিও কেনা। ১৯৯০ সালে ষ্টকহোমে কেনা সেই ফিলিপস ডি ২৯৩৫ রেডিও এখনও আছে। দিন-রাত রেডিও শুনে রিসেপশন রিপোর্ট পাঠানো আর QSL কার্ড সংগ্রহ করা - নেশার মতো ছিলো সেসময়। আস্তে আস্তে সেই শখ থিতু হয়ে আসে। জায়গা নেয় ছবি তোলা। এখনও শিখছি এবং তুলছি নানা রকম ছবি। কয়েক মাস ধরে শখ হয়েছে ক্র্যাফটিং এর। মূলত গয়না এবং নানা রকম কার্ড তৈরী, সাথে এক-আধটু স্ক্র্যাপবুকিং। সাথে মাঝে মধ্যে ব্লগ লেখা আর জাবর কাটা। এই নিয়েই চলছে জীবন বেশ।