খাবি লেম

২২ বছরের টিকটকার খাবি লেম প্রতি পোষ্ট এ নাকি ৭,৫০,০০০ হাজার ডলার আয় করেন। এই খবর পড়ার পর শুধু খাবি লেম এবং তার কীর্তি দেখার জন্য টিকটক এপ ইনষ্টল করলাম।
 
 
অতঃপর দেখলাম সেই খাবি লেম ভিডিও’তে কোন কথা বলে না। শুরুতে অন্য কারো ভিডিও’র কিছু অংশ দেখায়, তারপর নিজে সেই কাজটা করে এবং তার ফেসিয়াল এক্সপ্রেশন দেখায়। মোটামুটি এই হলো তার ভিডিও’র ষ্টাইল। বলা চলে reaction video টাইপ।
আরো কিছু ভিডিও দেখলাম। এক মহিলা স্পোকেন ইংলিশ শেখান। আরেক ভদ্রলোক ট্রাভেল সম্পর্কে নানা তথ্য দেন।
 
বাংলাদেশীদের বেশীর ভাগই একই টাইপের ভিডিও আপলোড করে। কোন জনপ্রিয় গানের সঙ্গে নাচ বা ঠোট মিলানো, একই স্ক্রিপ্টে অভিনয় এরকম টাইপের টিকটক। রায়হান নামে একজন’কে পেলাম যিনি এক মিনিটে নানা তথ্য দেন। যেমন – একটা গান থেকে কিভাবে ভয়েস বাদ দিয়ে কেবল মিউজিক আলাদা করা যাবে।
 
সব মিলিয়ে টিকটক খারাপ লাগে নাই। কাজকর্ম না থাকলে সময় কাটাতে টিকটক ভালই কাজ দিবে। তবে আসল কথা হলো এখন ফেসবুক, ইনষ্টাগ্রাম, ইউটিউব সবাই টিকটকের এই শর্ট ভিডিও ‘র ব্যবস্থা রাখছে তাদের সাইটে।
 
ফেসবুক ষ্ট্যাটাস ২০শে সেপ্টেম্বর, ২০২২

ফেসবুক মন্তব্য

রিফাত জামিল ইউসুফজাই

জাতিতে বাঙ্গালী, তবে পূর্ব পূরুষরা নাকি এসেছিলো আফগানিস্তান থেকে - পাঠান ওসমান খানের নেতৃত্বে মোঘলদের বিরুদ্ধে লড়াই করতে। লড়াই এ ওসমান খান নিহত এবং তার বাহিনী পরাজিত ও পর্যূদস্ত হয়ে ছড়িয়ে পড়ে টাঙ্গাইলের ২২ গ্রামে। একসময় কালিহাতি উপজেলার চারাণ গ্রামে থিতু হয় তাদেরই কোন একজন। এখন আমি থাকি বাংলাদেশের রাজধানী ঢাকায়। কোন এককালে শখ ছিলো শর্টওয়েভ রেডিও শোনা। প্রথম বিদেশ ভ্রমণে একমাত্র কাজ ছিলো একটি ডিজিটাল রেডিও কেনা। ১৯৯০ সালে ষ্টকহোমে কেনা সেই ফিলিপস ডি ২৯৩৫ রেডিও এখনও আছে। দিন-রাত রেডিও শুনে রিসেপশন রিপোর্ট পাঠানো আর QSL কার্ড সংগ্রহ করা - নেশার মতো ছিলো সেসময়। আস্তে আস্তে সেই শখ থিতু হয়ে আসে। জায়গা নেয় ছবি তোলা। এখনও শিখছি এবং তুলছি নানা রকম ছবি। কয়েক মাস ধরে শখ হয়েছে ক্র্যাফটিং এর। মূলত গয়না এবং নানা রকম কার্ড তৈরী, সাথে এক-আধটু স্ক্র্যাপবুকিং। সাথে মাঝে মধ্যে ব্লগ লেখা আর জাবর কাটা। এই নিয়েই চলছে জীবন বেশ।