আজকাল ছাত্রলীগ আর শিবির চেনা বড় কঠিন। আগে চাপ দাড়ি (সাথে অন্যান্য কর্মকান্ড) দেখে হয়তো কিছুটা আন্দাজ করা যেতো। এখন দাড়ি রাখা ফ্যাশন। অনেক শিবির আবার ক্লিন শেভড। এখন পুরাই তালগোল পাকিয়ে যায়।
কিছুক্ষণ আগে হাটতে বেড়িয়েছিলাম। জমজম টাওয়ারের কাছে দেখলাম চেয়ার নিয়ে বসে আছে, দাঁড়িয়ে আছে অনেক তরুণ। আরেকটু সামনে এগোতেই দেখি লোকজন দৌড়াদৌড়ি শুরু করেছে। দূর থেকে দেখলাম মিছিল আসতেছে। জয় বাংলা শ্লোগান। আমি না থেমে সোজা সামনের দিকেই হাটতে থাকলাম। মিছিল কাছে আসতেই কিছুক্ষণ ভিডিও করলাম। একজন কাছে এসে ভিডিও করতে না করলো। আমিও রেকর্ডিং অফ করে সামনে আগালাম।
এরপর থেকে বিভিন্ন গলির মুখে দেখলাম দাড়িওয়ালা তরুন উকি দিচ্ছে। সবাই বলাবলি করছে মিছিল কতদূর গেলো।
এরপরই বোনের ফোন। ১১ নাম্বার সেক্টরে নাকি গন্ডগোল। এদিকে আবারও বৃষ্টি শুরু হয়েছে। বাধ্য হয়েই রিকশা নিয়েই বাসায় আসতে হলো।
ফেসবুক মন্তব্য