কিছুদিন আগে সোনালী ব্যাংকের সোনালী ই ওয়ালেট এপ চালু হলো। প্রায় একই সাথে বিকাশ এপে সোনালী ব্যাংকের একাউন্ট এড করার অপশন পাওয়া গেলো। এই করোনা কালে এই দুই সেবা যে কি পরিমান কাজে লাগছে তা বলার অপেক্ষা রাখে না।
এখন ব্যাংকে না গিয়েও সোনালী ব্যাংক একাউন্ট থেকে বিকাশে / বিকাশ থেকে সোনালী ব্যাংক একাউন্টে টাকা আনা / পাঠানো যাচ্ছে। মানে বাসার কাছের বিকাশ এজেন্ট মারফত টাকা তুলতে বা পাঠাতে পারছি। আরেকটু খোলাসা করে বললে সোনালী ব্যাংক একাউন্ট থেকে টাকা তুলতে চাইলে প্রথমে সেটা সোনালী ই ওয়ালেট বা বিকাশ এপ দিয়ে নিজের বিকাশ একাউন্টে এনে তারপর ক্যাশআউট করতে হবে। অন্যদিকে ব্যাংক একাউন্টে টাকা জমা করতে চাইলে আগে নিজের বিকাশ একাউন্টে টাকা ক্যাশইন করে তারপর বিকাশ এপ থেকে একাউন্টে ট্রান্সফার করতে হবে।
ক্যাশআউটের জন্য হাজারে ১৮.৫০ টাকা এবং ট্রান্সফারের ক্ষেত্রে হাজারে ১০ টাকা সার্ভিস চার্জ দিতে হবে। তারপরও ব্যাংকে গিয়ে গাদাগাদি ভীড়ের মধ্যে করোনা বাঁধানোর চাইতে এ অনেক ভালো।
আশা করবো ক্যাশ আউট এবং ট্রান্সফার চার্জ আরো কিছুটা কমানো হবে।
ঘরেই থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন।
ফেসবুক মন্তব্য