দিন দিন জনপ্রিয় হচ্ছে দেশী ওটিটি (OTT = Over The Top) চ্যানেল। স্যাটেলাইট টিভি চ্যানেলগুলিতে মাত্রারিক্ত বিজ্ঞাপন প্রচারের কারণে নাটক / সিনেমা এমনকি খবর দেখাও দিন দিন বিরক্তিকর হয়ে উঠছে। আগে হয়তো নেটফ্লিক্স / আমাজন প্রাইম ভিডিও এর মতো বিদেশী ওটিটি চ্যনেলগুলো ছিলো। এখন বেশ কিছু দেশী ওটিটি চ্যানেলও এদের সাথে পাল্লা দিচ্ছে।
০১. চরকি : Chorki
০২. বায়োস্কোপ : Bioscope
০৩. বঙ্গ : BongoBD
০৪. বিঞ্জ : Binge
০৫. টফি : Toffee
০৬. টেলিফ্লিক্স : Teleflix
০৭. আইস্ক্রিন : Iscreen
০৮.
আপাতত এই হলো বাংলাদেশের ওটিটি চ্যানেলগুলোর লিষ্ট। এর বাইরে ভারতীয় বাংলা কিছু ওটিটি চ্যানেলও বাংলাদেশে বেশ জনপ্রিয়। সেগুলোতেও বাংলাদেশের নাটক / সিনেমা প্রচারিত হচ্ছে।
ফেসবুক মন্তব্য