পটল তোলা অর্থ মারা যাওয়া, কিন্তু কেন ?
পটল গাছ থেকে সব পটল তুলে ফেললে গাছটি নাকি মারা যায়।
আবার পটল গাছের শিকড় নাকি বিষাক্ত।
পটল এর আরেকটি অর্থ চোখের পাতা। মানুষ মারা গেলে চোখের পাতা উপরে উঠে থাকে।
সর্বশেষ পটল মানে হলো পরিচ্ছেদ। মানুষের মৃত্যুর মধ্যে দিয়ে জীবন পরিচ্ছেদ এর অবসান হয়।
এই প্রবাদ / প্রবচনটি সেই ছোটবেলা থেকে শুনে আসলেও এর পিছনের কারণ কখনই জানা হয় নাই।
সূত্র : ইউটিউব ভিডিও
ফেসবুক মন্তব্য