গতকাল হাটতে বের হয়ে রাজলক্ষ্মী’তে একটা জুসবার দেখে মনে হলো পেঁপের জুস কিনি। কিনে পান করতে করতে হাটা দিলাম। জসিমউদ্দিন এভিনিউ এর দিকে আসতে আসতে হঠাৎ করেই তলপেটে চাপ অনুভব করলাম ব্যাপক। মোরের কমার্শিয়াল বিল্ডিং এর সিকিউরিটি গার্ড’কে জিজ্ঞাসা করলাম ভিতরে কোন পাবলিক টয়লেট আছে কিনা। সে বললো দোতালায় যান। দোতালায় গিয়ে একজনকে জিজ্ঞেস করতেই দেখিয়ে দিলো। কিন্তু দরজা দেখি বন্ধ। হাতল ধরে টানলেও খুললো না। পিছন থেকে আরেক ভদ্রলোক বললেন কার্ড ছাড়া খুলবে না। কি আর করা। নিচে নেমে গার্ডকে বললাম। গার্ড বলে নামাজের সময় কেউ না কেউ তো যাবেই, তখন বললেই হতো।
আমি আর কথা না বাড়িয়ে সামনে হাটা দিলাম। বাটা’র দোকানের পাশের বিল্ডিং এর গেটে দেখি কয়েকজন গার্ড দাড়িয়ে। একই প্রশ্ন করতেই জানালেন সেরকম তো কিছু নাই, সব অফিস। জরুরী প্রয়োজন হলে সামনের ঐ বাথরুম ব্যবহার করতে পারেন, আমরা এটাই ব্যবহার করি। আমি সোজা গিয়ে ঢুকলাম। কাজ শেষ করে বের হয়ে গার্ডদের বড় করে একটা ধন্যবাদ দিলাম।
রাস্তাঘাটে পাবলিক’কে মুত্র বিসর্জন করতে দেখলে মনে মনে কত গালি দিয়েছি – আজ মনে মনেই সবার কাছে একযোগে মাফ চেয়ে নিলাম।
বাই দ্য ওয়ে, বাসায় আসতে আসতে মনে হলো সেই পেঁপের জুসই মনে হয় নষ্টের গোড়া ছিলো।
ফটো ক্রেডিট : Freepik AI Image Generator
ফেসবুক মন্তব্য