ঈদের দিন নিজের বাসা, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশীদের বাসায় খাওয়াদাওয়ার পর আবার রেষ্টুরেন্টে খাওয়ার দরকার হয় কেন !?!
ছোটবেলায় আমরা তো ঈদের দিন কোন দাওয়াতের অপেক্ষা করতাম না। দল বেঁধে বাসায় বাসায় ঘুরতাম সকালের দিকে। বিকালে আব্বা আম্মার সাথে যেতাম আত্মীদের বাসায়। কখনও আত্মীয়রা আসতো আমাদের বাসায়। ঈদের পর দিন হয়তো বাসায় আত্মীয়দের দাওয়াত করা হতো।
এখন ঈদের দিন সারাদিন বাসায় থাকি আর ঘুমাই। কেউ বাসায় আসলে আপ্যায়ন করি। ঈদের পর দিন হয় বাসায় আত্মীয়দের দাওয়াত থাকে আর নয়তো কোন আত্মীয়ের বাসায় দাওয়াতে যাই।
ফেসবুক মন্তব্য