আজ ডিসেম্বরের ২৫ তারিখ। খ্রীষ্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। আর ছয় দিন গেলেই আমরা পাবো নতুন বছর ২০২২ সাল। কিন্তু এই ২০২১ সালের অর্জন কি ? ২০২০ সালের মতোই ২০২১ করোনাাক্রান্ত বছর, যদিও শেষ দিকে এসে কিছুটা কমেছে, বাংলাদেশে। তবে সারা বিশ্বেই এখন করোনার চতুর্থ ঢেউ এর অপেক্ষায়। নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রণ অত্যন্ত দ্রুতগতিতে ছড়াচ্ছে ইউরোপ এবং আমেরিকায়।
ব্যক্তিগত পর্যয়ে এই বছরটি আমার জন্য তেমন সূবিধাজনক ছিলো না নানা কারণে। এ বছরই দীর্ঘ রোগ ভোগের পর আম্মা চলে গেলেন। আব্বার অবস্থাও ভাল না। আমি এখন অনেকটা ঘরবন্দি জী্বনযাপন করছি। ঘরে বসে রেডিও শুনি, ইউটিউব দেখি আর ফেসবুক গুতাই। আর অনলাইনে জিনিসপত্র কিনি, হুদাই।
নতুন বছরে কি করবো !?! আপাতত দুটো বিষয়ে কঠোর হওয়ার চেষ্টা করবো। ফেসবুক যতোটা সম্ভব কম ব্যবহার করার চেষ্টা করবো। এটা দিনের অধিকাংশ সময় নষ্ট করে দিচ্ছে। ভাল কিছু কিংবা অন্য কিছু করতে চাইলে ফেসবুক ব্যবহার সীমিত করা ছাড়া হবে না। দ্বিতীয়ত অনলাইনে অহেতুক কেনাকাটা বন্ধ করতে হবে। যা প্রয়োজন সেটা ছাড়া অন্য কিছু আর না। দেখা যাক, কিভাবে কি করা যায়।
এরপর যা করতে পারি। নানা কারণে বাইরে যেহেতু যাওয়া কম হচ্ছে এবার তাই টেবিলটপ ফটোগ্রাফি বা প্রোডা্ট ফটোগ্রাফির দিকে নজর দিবো। ঘরে বসে টুকটাক করা যাবে। ফটোশপ আবার ঝালিয়ে নিচ্ছি। নতুন বছরে সেটাও অব্যাহত থাকবে। সাথে রেডিও শোনা, বই পড়া, নতুন নতুন সিনেমা দেখাও অব্যাহত থাকবে।
আপাতত এই টুকুই।
নতুন বছরে ভাল থাকুন এই কামনা !!! শুভ নববর্ষ !!!
Featured Image vikayatskina – www.freepik.com
ফেসবুক মন্তব্য