আমার এক নাতি আছে, ভাগ্নীর ছেলে। জন্ম ফিনল্যান্ডে, বাবা-মায়ের সাথে সেখানেই থাকে। ৪ মাস বয়সে বাংলাদেশে আসছিলো। ২ মাস থেকে ফেরত গেছে আবার।
এখন একটু বড় হয়েছে। হাটতে পারে, ৪ চাকার সাইকেল চালিয়ে ডে কেয়ারে যায়। টুকটাক কিছু শব্দও বলতে পারে। যেমন বাবা-মা টাইপ।
আজ ভিডিও কলে বললাম ‘নানা’। মুখে চুশনি নিয়ে হাসে। ওর মা তখন বলে যে ও ‘ব্যানানা’ দেখলে বলে ‘নানা’।
ফটো ক্রেডিট : GoGive