নাইকন ব্যবহারকারী যারা ম্যাক্রো ফটোগ্রাফীর জন্য ম্যানুয়াল এক্সটেনশন টিউব বা রিভার্স রিং এডাপ্টার নিয়েছেন, তারা তাদের G লেন্স নিয়ে একটু বেকায়দাতেই পড়বেন প্রথম প্রথম। কারণ এসব লেন্সে D লেন্সের মতো আলাদা কোন এপারচার রিং নেই, ক্যামেরা থেকে খোলার পর এপারচার একদম ছোট এপারচারে এসে সেট হয়। এমনিতেই এক্সটেনশন টিউব/রিভার্স রিং এডাপ্টার দিয়ে ম্যাক্রো ফটোগ্রাফী করতে গেলে আলো একটা বড় সমস্যা, তারপর এই ছোট এই এপারচার হলে প্রায় কোন আলোই আসবে না। এর একটা সহজ সমাধান আছে।
লেন্সের পিছনদিকে (লেন্স মাউন্ট) আপনি একটা ছোট লিভার দেখতে পাবেন, যেটাকে বলে এপারচার কন্ট্রোল লিভার। এই লিভারটি আলতো করে সরালে দেখবেন এপারচার বড় হচ্ছে। এখন আপনার কাজ হলো পাতলা/হালকা কিছু দিয়ে লিভারটি জ্যাম করা, মানে আটকে দেয়া। আপনি কাগজ, ম্যাচের কাঠি এসব দিয়ে লিভারটিকে জায়গামতো আটকে দিতে পারেন। তবে ভুলেও খূব বেশী চাপাচাপি করবেন না।
হ্যাপি ক্লিকিং …
Featured Image : Dead Butterfly
Camera Nikon D7100, Lens AF-S 55-200mm + Raynox DCR-250
Lighting Mcoplus LED Lights
মূল ছবিটি পাবেন এখানে
ফেসবুক মন্তব্য