অনেক আগে ফেসবুকেই (খূব সম্ভবত) একটা লাইফ হ্যাক ভিডিও দেখেছিলাম। কোন সারফেসে (ভিডিও’তে কোন কাঠের আসবাব ছিলো) কোন স্ক্রু এর ছিদ্রের প্যাঁচ যদি কোন কারণে নষ্ট হয়ে যায় মানে স্ক্রু না আটকায় তার জন্য একটা টোটকা পদ্ধতি ছিলো। ছিদ্রের মধ্যে তুলা দিয়ে তারপর সুপার গ্লু কয়েক ফোটা দিলে তুলা জমে শক্ত হয়ে যায়। তারপর ঐ অংশে ড্রিল করে বা স্ক্রু-ড্রাইভার দিয়ে স্ক্রু আটকানো যায়।
আজ ওয়ালে একটা পেগবোর্ড লাগানোর জন্য নিজেই ম্যানুয়াল ড্রিল দিয়ে ছিদ্র করেছিলাম। পরে দেখা গেলো দুটো ছিদ্র একটু সরে যাওয়ায় বোর্ড বসানো যাচ্ছে না। পরে এই বুদ্ধি কাজে লাগালাম যদিও ওয়ালে তুলা দিয়ে সুপার গ্লু দেয়া একটু কঠিন। তারপরও কোনভাবে সেটা করা গেলো। কয়েক মিনিট পরে দেখা গেলো ভালই শক্ত হয়ে গেছে। আবার নতুন করে ড্রিল করে ছিদ্রও করা গেলো।
বাই দ্য ওয়ে, তুলায় সুপার গ্লু দিলে প্রচুর তাপ বের হয়। তাই চাপ দিয়ে ছিদ্র বন্ধ করার জন্য ষ্টেইনলেস ষ্টিলের কোন কিছু ব্যবহার করা উচিত।
ফেসবুক মন্তব্য