খুকুমনি ফাউন্ডেশন নামের এক এনজিও গরীব এবং পথশিশুদের খাবার দেয়ার জন্য ফান্ড কালেক্ট করতে প্রায়ই এলাকায় আসে। তবে সবচেয়ে বিরক্তিকর হলো উচ্চ শব্দে একটা মেগাফোন দিয়ে প্রচারনা চালানো। আবার শব্দ দূষনের জন্য ক্ষমাও চেয়ে নেয় শুরুতে। এভাবে আবাসিক এলাকায় উচ্চ শব্দে মেগাফোন দিয়ে প্রচারনা চালিয়ে তাদের কতটুকু ফান্ড কালেক্ট হয় জানি না, তবে শব্দের কারণে ব্যাপক মেজাজ খারাপ হয়।
ইদানিং এই রকম মেগাফোন হাতে ভিক্ষুক ও দেখি ২ জন। একজন তো প্রায় প্রতিদিন ই আসেন। আরেকজনকে হুইলচেয়ারে মাঝে মধ্যে দেখি।