শিঙ্গেলস

কিছুদিন আগে বোন বলছিলো তার কপালে চুলকায় আর চোখের পিছনে ব্যথা করে। চোখের পিছনে ব্যথা শুনে মনে করলাম ডেঙ্গু হলো নাকি। কিন্তু ডেঙ্গুর আর কোন লক্ষণ নাই। অবশেষে বোন ডাক্তারের কাছে গেলো। ডাক্তার সিম্পটম শুনলেন। কিছুদিন আগে বোন দাঁতের ডাক্তারের কাছে গিয়েছিলো দাঁত তুলতে। সেখানে কিছু ঔষধ (চেতনানাশক এবং এন্টিবায়োটিক) দেখে ডাক্তার সন্দেহ করলেন রোগটি শিঙ্গেলস (Shingles)। ডাক্তার একজন আই স্পেশালিষ্ট দেখাতে বললেন, কারণ বোনের হয়েছে চোখের আশেপাশে।

ছোটবেলায় যাদের চিকেনপক্স হয়েছে তাদের শরীরে নাকি জীবাণূ সুপ্ত অবস্থায় থেকে যায়। ৬০ বছরের পরে রোগ প্রতিরোধ ব্যবস্থা কোন কারণে দূর্বল হয়ে পড়লে এই জীবাণু দিয়েই শিঙ্গেলস রোগ দেখা যায়। আবার ডায়বেটিস থাকলেও হয়। এমনিতে চুলকানী আর ব্যথা থাকে, তবে মারাত্মক কোন জটিলতা থাকে না। সাধারণত কোমরের আশেপাশে, পিঠের দিকে হয়। বোনের হয়েছে চোখের কাছে, ফলে চোখের চারপাশ ফুলে গিয়েছিলো।

আই স্পেশালিষ্ট দেখানোর পর তিনি আইড্রপ দিয়েছেন। অন্য ডাক্তারও কিছু ঔষধ দিয়েছেন। তবে এর সেরকম কোন চিকিৎসা নাই। কেবল ব্যথা / চুলকানি কমিয়ে কিছু আরাম দেয়ার চেষ্টা। ডাক্তার বলেছেন মাস দেড়েক হয়তো থাকবে।

আজ দেখলাম চোখের ফোলা কিছুটা কমেছে। আমেরিকা প্রবাসী এক আত্মীয় শুনে জানালেন যে ৬০ বছরের পরে এই রোগের জন্য টিকার ব্যবস্থা আছে, তবে সেটি নাকি খূবই ব্যয়বহুল।

ভাবতেছি এই জীবনে আর কি কি রোগ হতে পারে। ছোটবেলায় আমাদের সবারই মনে হয় এক-আধবার চিকেনপক্স / হাম ্এসব রোগ হয়েছে। কোন রোগ যে শরীরের ভিতর ঘাপটি েরে বসে আছে কে জানে।

ফেসবুক মন্তব্য

রিফাত জামিল ইউসুফজাই

জাতিতে বাঙ্গালী, তবে পূর্ব পূরুষরা নাকি এসেছিলো আফগানিস্তান থেকে - পাঠান ওসমান খানের নেতৃত্বে মোঘলদের বিরুদ্ধে লড়াই করতে। লড়াই এ ওসমান খান নিহত এবং তার বাহিনী পরাজিত ও পর্যূদস্ত হয়ে ছড়িয়ে পড়ে টাঙ্গাইলের ২২ গ্রামে। একসময় কালিহাতি উপজেলার চারাণ গ্রামে থিতু হয় তাদেরই কোন একজন। এখন আমি থাকি বাংলাদেশের রাজধানী ঢাকায়। কোন এককালে শখ ছিলো শর্টওয়েভ রেডিও শোনা। প্রথম বিদেশ ভ্রমণে একমাত্র কাজ ছিলো একটি ডিজিটাল রেডিও কেনা। ১৯৯০ সালে ষ্টকহোমে কেনা সেই ফিলিপস ডি ২৯৩৫ রেডিও এখনও আছে। দিন-রাত রেডিও শুনে রিসেপশন রিপোর্ট পাঠানো আর QSL কার্ড সংগ্রহ করা - নেশার মতো ছিলো সেসময়। আস্তে আস্তে সেই শখ থিতু হয়ে আসে। জায়গা নেয় ছবি তোলা। এখনও শিখছি এবং তুলছি নানা রকম ছবি। কয়েক মাস ধরে শখ হয়েছে ক্র্যাফটিং এর। মূলত গয়না এবং নানা রকম কার্ড তৈরী, সাথে এক-আধটু স্ক্র্যাপবুকিং। সাথে মাঝে মধ্যে ব্লগ লেখা আর জাবর কাটা। এই নিয়েই চলছে জীবন বেশ।