বাংলা অনুষ্ঠান সময় ও ফ্রিকোয়েন্সি

বি২১ (অক্টোবর ৩১, ২০২১ – মার্চ ২৬, ২০২২) বিভিন্ন রেডিও ষ্টেশনের বাংলা অনুষ্ঠানের সময় ও ফ্রিকোয়েন্সি তালিকা

বাংলাদেশ বেতার বহিবিশ্ব কার্যক্রম
১৬৩০-১৭৩০ ইউটিসি
১০৩০-১১৩০ রাত বাংলাদেশ সময়
১০০০-১১০০ রাত ভারতীয় সময়
৪৭৫০ (SW) কিলোহার্টজ 

আকাশবাণী মৈত্রী
০০৩০-০৯০০ ইউটিসি
০৬৩০-০৩০০ বাংলাদেশ সময়
০৬০০-০২৩০ ভারতীয় সময়
৫৯৪ (MW) কিলোহার্টজ

১০০০-১৮৩০ ইউটিসি
০৪০০-১২৩০  বাংলাদেশ সময়
০৩৩০-১২০০  ভারতীয় সময়
৫৯৪ (MW) কিলোহার্টজ

বিবিসি
১৩৩০ – ১৪০০ ইউটিসি
০৭৩০ – ০৮০০ সন্ধ্যা বাংলাদেশ সময়
০৭০০ – ০৭৩০ সন্ধ্যা ভারতীয় সময়
৯৫১০, ৯৯০০, ১১৭৫০ (SW) কিলোহার্টজ

১৬৩০ – ১৭০০ ইউটিসি
১০৩০ – ১১০০ রাত বাংলাদেশ সময়
১০০০ – ১০৩০ রাত ভারতীয় সময়
৭২৬৫, ৯৫৮৫ (SW) কিলোহার্টজ

এ্ছাড়া ঢাকায় FM ১০০.০ মেগাহার্টজ এ বিবিসি’র বাংলা ও ইংরেজী অনুষ্ঠান শোনা যায়

চীন আন্তর্জাতিক বেতার
১৩০০-১৪০০ ইউটিসি
০৭০০-০৮০০ সন্ধ্যা বাংলাদেশ সময়
০৬৩০-০৭৩০ সন্ধ্যা বাংলাদেশ সময়
১১৬৬ (MW) ৯৪৯০, ৯৬০০, ১১৬১০ (SW) কিলোহার্টজ

১৪০০-১৫০০ ইউটিসি
০৮০০-০৯০০ সন্ধ্যা বাংলাদেশ সময়
০৭৩০-০৮৩০ সন্ধ্যা বাংলাদেশ সময়
১২৬৯ (MW) ৯৪৯০, ১১৬১০ (SW) কিলোহার্টজ

১৫০০-১৬০০ ইউটিসি
০৯০০-১০০০ রাত বাংলাদেশ সময়
০৮৩০-০৯৩০ সন্ধ্যা বাংলাদেশ সময়
৯৬১০, ৯৬৯০ (SW) কিলোহার্টজ

০২০০-০৩০০ ইউটিসি (আগের দিনের ১ম অধিবেশনের পুনঃপ্রচার)
০৮০০-০৯০০ সকাল বাংলাদেশ সময়
০৭৩০-০৮৩০ সকাল বাংলাদেশ সময়
৯৬৫৫, ১১৬৪০ (SW) কিলোহার্টজ

এ্ছাড়া ঢাকায় FM ১০২.০ মেগাহার্টজ এ CRI এর বাংলা ও ইংরেজী অনুষ্ঠান শোনা যায়

এনএইচকে ওয়ার্ল্ড রেডিও জাপান
১৩০০-১৩৩০ ইউটিসি
০৭০০-০৭৩০ সন্ধ্যা বাংলাদেশ সময়
০৬৩০-০৭০০ সন্ধ্যা ভারতীয় সময়
৫৮৯৫ (SW) কিলোহার্টজ

এ্ছাড়া ঢাকায় FM ১০৪.০ মেগাহার্টজ এ রেডিও জাপান এর বাংলা অনুষ্ঠান শোনা যায়

আইআরআবি ভয়েস অফ ইরান রেডিও তেহরান
১৪২০-১৫২০ ইউটিসি
০৮২০-০৯২০ সন্ধ্যা বাংলাদেশ সময়
০৭৫০-০৮৫০ সন্ধ্যা ভারতীয় সময়
৬১৫০, ৯৬২০,৯৮৭০ (SW) কিলোহার্টজ
(এই সময়ে কোন ফ্রিকোয়েন্সিতেই রেডিও তেহরান এর বাংলা অনুষ্ঠান শোনা যায় নাই)

১৬২০-১৭০০ ইউটিসি
১০২০-১১০০ সন্ধ্যা বাংলাদেশ সময়
০৯৫০-১০০০ সন্ধ্যা ভারতীয় সময়
৬১৫০ (SW) কিলোহার্টজ

এডাব্লিউআর / কেএসডিএ, গুয়াম (খ্রিষ্ট ধর্ম প্রচারক)
১৩০০-১৩৩০ ইউটিসি
০৭০০-০৭৩০ সন্ধ্যা বাংলাদেশ সময়
০৬৩০-০৭০০ সন্ধ্যা ভারতীয় সময়
‌১৫২৫৫ (SW) কিলোহার্টজ

টিডাব্লিউআর – ভারত (খ্রিষ্ট ধর্ম প্রচারক)
১৩৪৫-১৪০০ ইউটিসি
০৭৪৫-০৮০০ সন্ধ্যা বাংলাদেশ সময়
০৭১৫-০৭৪৫ সন্ধ্যা ভারতীয় সময়
‌১২০৭৫ (SW) কিলোহার্টজ
(শুধূমা্ত্র শনিবার)

এসএলবিসি, শ্রীলংকা
০০৩০-০১০০ ইউটিসি
০৬৩০-০৭০০ সন্ধ্যা বাংলাদেশ সময়
০৬০০-০৬৩০ সন্ধ্যা ভারতীয় সময়
‌১১৯০৫ (SW) কিলোহার্টজ

রিচ বিয়ন্ড অস্ট্রেলিয়া (এইচসিজেবি) (খ্রিষ্ট ধর্ম প্রচারক)
১২৪৫-১৩০০ ইউটিসি
০৭৪৫-০৮০০ সন্ধ্যা বাংলাদেশ সময়
০৭১৫-০৭৪৫ সন্ধ্যা ভারতীয় সময়
‌১১৮২৫ (SW) কিলোহার্টজ
(শুধূমা্ত্র বৃহস্পতিবার)

১৩১৫-১৩৩০ ইউটিসি
০৭১৫-০৭৩০ সন্ধ্যা বাংলাদেশ সময়
০৬৪৫-০৭০০ সন্ধ্যা ভারতীয় সময়
‌১১৮৭৫ (SW) কিলোহার্টজ
(শুধূমা্ত্র শুক্রবার)

১৩৪৫-১৪০০ ইউটিসি
০৭৪৫-০৮০০ সন্ধ্যা বাংলাদেশ সময়
০৭১৫-০৭৪৫ সন্ধ্যা ভারতীয় সময়
‌১১৮৭৫ (SW) কিলোহার্টজ
(শুধূমা্ত্র শুক্রবার)

ইবরা মিডিয়া / ইব্রাহিম রেডিও (খ্রিষ্ট ধর্ম প্রচারক)
১৫০০-১৫৩০ ইউটিসি
০৯০০-০৯৩০ রাত বাংলাদেশ সময়
০৮৩০-০৯০০ রাত ভারতীয় সময়
‌৫৮৯৫ (SW) কিলোহার্টজ 

এছাড়া বিভিন্ন ওয়েব সাইটে সৌদি রেডিও বাংলা অনুষ্ঠান ০৯০০-১২০০ ইউটিসি ১৫১২০ কিলোহার্টজ প্রচার হয় বলে উল্লেখ থাকলেও এই ফ্রিকোয়েন্সিতে উর্দু ভাষায় অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বেশ কয়েকমাস ধরেই। 

ফেসবুক মন্তব্য

রিফাত জামিল ইউসুফজাই

জাতিতে বাঙ্গালী, তবে পূর্ব পূরুষরা নাকি এসেছিলো আফগানিস্তান থেকে - পাঠান ওসমান খানের নেতৃত্বে মোঘলদের বিরুদ্ধে লড়াই করতে। লড়াই এ ওসমান খান নিহত এবং তার বাহিনী পরাজিত ও পর্যূদস্ত হয়ে ছড়িয়ে পড়ে টাঙ্গাইলের ২২ গ্রামে। একসময় কালিহাতি উপজেলার চারাণ গ্রামে থিতু হয় তাদেরই কোন একজন। এখন আমি থাকি বাংলাদেশের রাজধানী ঢাকায়। কোন এককালে শখ ছিলো শর্টওয়েভ রেডিও শোনা। প্রথম বিদেশ ভ্রমণে একমাত্র কাজ ছিলো একটি ডিজিটাল রেডিও কেনা। ১৯৯০ সালে ষ্টকহোমে কেনা সেই ফিলিপস ডি ২৯৩৫ রেডিও এখনও আছে। দিন-রাত রেডিও শুনে রিসেপশন রিপোর্ট পাঠানো আর QSL কার্ড সংগ্রহ করা - নেশার মতো ছিলো সেসময়। আস্তে আস্তে সেই শখ থিতু হয়ে আসে। জায়গা নেয় ছবি তোলা। এখনও শিখছি এবং তুলছি নানা রকম ছবি। কয়েক মাস ধরে শখ হয়েছে ক্র্যাফটিং এর। মূলত গয়না এবং নানা রকম কার্ড তৈরী, সাথে এক-আধটু স্ক্র্যাপবুকিং। সাথে মাঝে মধ্যে ব্লগ লেখা আর জাবর কাটা। এই নিয়েই চলছে জীবন বেশ।