কোন এক পার্কে

ষ্টকহোম ডায়েরী (১৬)

অথচ আমাদের বাংলাদেশের অবস্থা চিন্তা করেন। এসএসসি / এইচএসসি তে খারাপ রেজাল্ট করলেও তাকে জজ / ব্যারিষ্টার বানানোর কি নিদারুন প্রচেষ্টা। চাকরির বাজার ও তথৈবচ। যদিও বাংলাদেশে আমরা সবধরণের কাজ কে ভদ্রলোকের কাজ হিসেবে স্বীকৃতি দেই না। অথচ এসএসসি বা এইচএসসি পাশের পর যে কোন কারিগরী শিক্ষা নিয়ে যে কেউ নিজের জীবন খূব চমৎকার ভাবে পরিচালনা করতে পারে। অনেক কাল আগে ট্রেনে এক ছেলের সাথে পরিচয় হয়েছিলো। ছেলে কোন এক গ্যারেজে গাড়ীর মেকানিক। ৭ম শ্রেণী পর্যন্ত পড়েছিলো মনে হয়। এরপর বাবার মৃত্যুর পর সেই গ্যারেজে পেটে-ভাতে ঢুকেছিলো। শিখতে শিখতে হেড মেকানিকের পরের পোষ্টেই আছে এখন। আশির দশকেই মাসে তার আয় ছিলো ১৫ হাজার টাকার মতো। আরেক পরিচিত ছেলে বাবার মৃত্যুর পর খূব খারাপ অবস্থায় ছিলো। কোন রকমে ডিগ্রি পাশ করে গার্মেন্টস ফ্যাক্টরিতে ঢুকেছিলো ২/৩ হাজার টাকার চাকরিতে। নিজ যোগ্যতায় আজ সে বেতন পায় লাখ টাকার কাছাকাছি। এরকম উদাহরণ অনেক। আসলে আমাদের মানসিকতার পরিবর্তন না হলে এই সব আলগা ফুটানির তোরে আমরা হয়তো গরীবই থেকে যাবো আরো কয়েক শতাব্দি।