শীতকালে শৈত্য প্রবাহ শুরু হলেই অনেকেই গোসলের প্রতি সুতীব্র বিরাগ অনুভব করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে প্রতিনিয়তই জল ঘোলা করা হয়। নানা হাস্যরস আর কৌতুকের অবতারণা হয়। তারপরও পারলে দিনের পর দিন গোসল না করে কাটান অনেকেই। এই সময় গিজার সহ পানি গরম করার নানা বৈদ্যুতিক সরঞ্জাম বিক্রিও বেড়ে যায়। অনেকেই আবার চিরচেনা পদ্ধতিতেই মানে চুলায় পানি গরম করে কাজ সারেন।
এবার চলুন আমি এসময় কিভাবে গোসল করি সেটি বর্ণনা করি। আমি সনাতন পদ্ধতি মানে চুলায় পানি গরম করি। মোটামুটি ধোয়া উঠা গরম পানি বালতির সিকিভাগ পূর্ণ করে বাথরুমে যাই। এরপর কল ছেড়ে দেই সেই গরম পানি ভর্তি বালতিতে। পানির তাপমাত্রা যখন মোটামুটি শরীরের সহ্য করার মতো অবস্থায় চলে আসে তখন পুরো শরীরে কয়েক মগ পানি ঢেলে কল বন্ধ করে দেই। এরপর যথাবিহিত সাবান / শ্যাম্পু ব্যবহার করি। আবার কল ছেড়ে দিয়ে সেই কিঞ্চিত গরম পানি দিয়েই গোসল করতে থাকি। কল যেহেতু ছাড়াই থাকে পানি একসময় গরম থেকে ঠান্ডা হয়ে আসে। তবে এতে কোন সমস্যা হয় না। বরং শুধূ গরম পানি দিয়ে গোসল করার পর যেরকম শীত শীত লাগে, সেরকম হয় না।
এভাবে নিশ্চিন্তে আপনি শীতকালে গোসল করতে পারেন। এতটুকু শীতার্ত অনুভব করবেন না।
ভাল থাকুন, শীতে নিয়মিত গোসল করুন।
ফটো ক্রেডিট : Skyler King
ফেসবুক মন্তব্য