দেশী ওটিটি

দিন দিন জনপ্রিয় হচ্ছে দেশী ওটিটি (OTT = Over The Top) চ্যানেল। স্যাটেলাইট টিভি চ্যানেলগুলিতে মাত্রারিক্ত বিজ্ঞাপন প্রচারের কারণে নাটক / সিনেমা এমনকি খবর দেখাও দিন দিন বিরক্তিকর হয়ে উঠছে। আগে হয়তো নেটফ্লিক্স / আমাজন প্রাইম ভিডিও এর মতো বিদেশী ওটিটি চ্যনেলগুলো ছিলো। এখন বেশ কিছু দেশী ওটিটি চ্যানেলও এদের সাথে পাল্লা দিচ্ছে। 

০১. চরকি : Chorki
০২. বায়োস্কোপ : Bioscope 
০৩. বঙ্গ : BongoBD
০৪. বিঞ্জ : Binge
০৫. টফি : Toffee
০৬. টেলিফ্লিক্স : Teleflix
০৭. আইস্ক্রিন : Iscreen
০৮. 

আপাতত এই হলো বাংলাদেশের ওটিটি চ্যানেলগুলোর লিষ্ট। এর বাইরে ভারতীয় বাংলা কিছু ওটিটি চ্যানেলও বাংলাদেশে বেশ জনপ্রিয়। সেগুলোতেও বাংলাদেশের নাটক / সিনেমা প্রচারিত হচ্ছে।

ফেসবুক মন্তব্য

রিফাত জামিল ইউসুফজাই

জাতিতে বাঙ্গালী, তবে পূর্ব পূরুষরা নাকি এসেছিলো আফগানিস্তান থেকে - পাঠান ওসমান খানের নেতৃত্বে মোঘলদের বিরুদ্ধে লড়াই করতে। লড়াই এ ওসমান খান নিহত এবং তার বাহিনী পরাজিত ও পর্যূদস্ত হয়ে ছড়িয়ে পড়ে টাঙ্গাইলের ২২ গ্রামে। একসময় কালিহাতি উপজেলার চারাণ গ্রামে থিতু হয় তাদেরই কোন একজন। এখন আমি থাকি বাংলাদেশের রাজধানী ঢাকায়। কোন এককালে শখ ছিলো শর্টওয়েভ রেডিও শোনা। প্রথম বিদেশ ভ্রমণে একমাত্র কাজ ছিলো একটি ডিজিটাল রেডিও কেনা। ১৯৯০ সালে ষ্টকহোমে কেনা সেই ফিলিপস ডি ২৯৩৫ রেডিও এখনও আছে। দিন-রাত রেডিও শুনে রিসেপশন রিপোর্ট পাঠানো আর QSL কার্ড সংগ্রহ করা - নেশার মতো ছিলো সেসময়। আস্তে আস্তে সেই শখ থিতু হয়ে আসে। জায়গা নেয় ছবি তোলা। এখনও শিখছি এবং তুলছি নানা রকম ছবি। কয়েক মাস ধরে শখ হয়েছে ক্র্যাফটিং এর। মূলত গয়না এবং নানা রকম কার্ড তৈরী, সাথে এক-আধটু স্ক্র্যাপবুকিং। সাথে মাঝে মধ্যে ব্লগ লেখা আর জাবর কাটা। এই নিয়েই চলছে জীবন বেশ।